পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সফ্টরক গ্রুপের পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে “সফটরক ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০১৭”-এর ৪র্থ দিনের এরিয়ান্স ক্লাব ও ইউনাইটেড ক্লাব এর মধ্যকার খেলায় ইউনাইটেড ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান করে। দলের উজান ৪৫ রান করে। প্রতিপক্ষের প্রতিপক্ষের শামীম ৪টি ও তনু ২টি উইকেট লাভ করে। জবাবে এরিয়ান্স ক্লাব ব্যাট করতে নেমে ৩৪.৩ ওভারে ৯টি উইকেট হারিয়ে ১২১ রান করে। দলের তনু ২২, সাজু ২১ ও মাসুম ২০ রান করে। ফলে এরিয়ান্স ক্লাব ১ উইকেটে জয়লাভ করে। আম্পায়ার হিসাবে খেলা পরিচালনা করেন রফিকুর রহমান লাল্টু ও ফারুকার রশিদ এবং স্কোরার ছিলেন জি.এম সাইফুল ইসলাম বাপ্পী। আজ বুধবার দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব বনাম বলাকা ক্রীড়া চক্রের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
সফ্টরক ১ম বিভাগ ক্রিকেট লীগের ৪র্থ দিনের খেলায় এরিয়ান্স ক্লাব জয়ী
প্রকাশিত : March 22, 2017 ||