নগরঘাটা (পাটকেলঘাটা) প্রতিনিধি: পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়ন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আয়োজিত জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার আলোচনা সভায় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সুভাষ কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরঘাটা মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার মতিয়ার রহমান।
আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা ইনছার হেলাল, মুক্তিযোদ্ধা জাফর আলি, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা মোতালেব গোলদার, মুক্তিযোদ্ধা নুর আলি সরদার, মুক্তিযোদ্ধা আরশাদ আলি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ১নং ধানদিয়া ও ২নং নগরঘাটা ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলি, সোহাগ হোসেন, জাকির হোসেন প্রমূখ।
নগরঘাটায় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা
প্রকাশিত : আগস্ট ৭, ২০১৮ ||