কুলিয়া প্রতিনিধি: বৃহস্পতিবার দেবহাটা উপজেলার বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সংহতি শান্তি ও সম্প্রীতি স্থাপনায় কিশোর কিশোরীদের সাংস্কতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় স্কুলের প্রধান শিক্ষক ইমাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য ডা. শোকর আলী, অভিভাবক সদস্য ডা. অহিদুজ্জামান, রমজান আলী মোড়ল। এসময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষক সেলিমুজ্জামান, রফিক উল ইসলাম খান, রুবেল হোসেন প্রমুখ।