নিজস্ব প্রতিনিধি: সদর উপজেলার ঘোনা ইউনিয়ন জামাতের আমিরসহ ৪ জামাত নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার সময় ছয়ঘরিয়া আব্দুস সাত্তার দাখিল মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃত জামাত নেতারা হলেন ঘোনার সাবেক জামাতের আমির মাও. মোশাররফ হোসেন, বৈকারী গ্রামের জামাত নেতা মাওলানা মোশাররফ, জিয়ারাতুল, আব্দুর রউফ। তাদের বিরুদ্ধে এক ডজনের বেশি মামলা রয়েছে। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ওসি (ইন্টেলিজেন্স) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ঘোনার সাবেক চেয়ারম্যান ও বর্তমান জামাতের আমিরসহ আটক ৪
প্রকাশিত : অক্টোবর ১২, ২০১৮ ||