জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন মুখার্জীর মৃত্যুতে বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা পূজাউদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, সহ-সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, গোষ্ট বিহারী মন্ডল, মঙ্গল কুমার পাল, ঘোষ সনৎ কুমার, স্বপন কুমার শীল, এড. অনিত মুখার্জী, নয়ন কুমার সানা, যুগ্ম সম্পাদক নিত্যানন্দ আমিন ও সুভাষ চন্দ্র ঘোষ, আইন বিষয়ক সম্পাদক এড. সোমনাথ ব্যনার্জী, সাংগঠনিক সম্পাদক রঘুজিৎ গুহ, কোষাধ্যক্ষ গৌর চন্দ্র দত্ত, অধ্যক্ষ শিবপদ গাইন, জিতেন্দ্র নাথ ঘোষ, বিকাশ চন্দ্র দাশ, অসীম দাস (সোনা) প্রাণ নাথ দাসসহ সাতক্ষীরা জেলার সকল উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল কর্মকর্তাবৃন্দ শোক জ্ঞাপন করেছেন।
জেলা মন্দির সমিতির শোক: জেলা মন্দির সমিতির সকল কর্মকর্তা শোকজ্ঞাপন করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, সহ-সভাপতি এড. সোমনাথ ব্যানার্জী, গোষ্ট বিহারী মন্ডল, দিলিপ চ্যাটার্জী, সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, যুগ্ম সম্পাদক নিত্যানন্দ আমীন, সহ-সম্পাদক বিকাশ চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক প্রাণ নাথ দাশ, কোষাধ্যক্ষ আনন্দ কুমার সরকার, অডিটর অসীম দাশ (সোনা), প্রচার সম্পাদক সঞ্জীব ব্যানার্জী, সাংস্কৃতিক সম্পাদক ডা: অসীম বিশ্বাস, অলোক তরফদার, জিতেন্দ্র নাথ ঘোষ, কার্তিক চন্দ্র বিশ্বাস, এড. তারক চন্দ্র মিত্র, পলাশ দেবনাথ, করুনাময় ঘোষ, নারায়ন ভাস্কর সিকদার, নারায়ন অধিকারী, শিবুপ্রসাদ ঘোষ প্রমুখ।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের শোক: বিদেহী আত্মার কল্যাণ কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ সাধু, সভাপতি মন্ডলির সদস্য গোষ্ট বিহারী মন্ডল, হেনরি সরদার, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, যুগ্ম সম্পাদক নিত্যানন্দ আমিন, অসিম কুমার দাস(সোনা), শুধাংশু শেখর সরকার, শিবপদ গাইন প্রমুখ।
জাতীয় হিন্দু মহাজোটের শোক: জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন মুখার্জীর মৃত্যুতে গভীরভাবে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাতক্ষীরা জেলা শাখার সদস্যা সচিব সুজন ঘোষসহ আহবায়ক কমিটির সকল সদস্যবৃন্দ।
কালিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের শোক: গভীর শোক জ্ঞাপন করেছেন কালিগঞ্জ উপজেলা পরিষদ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার গাইন, সহ-সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, সজল মুখার্জী, রনজিত সরকার, সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক মিলন কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক নারায়ন চক্রবর্তী রাজিব, রিপন দত্ত, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অসিত সেন, কোষাধ্যক্ষ বরুণ কুমার ঘোষ, প্রচার সম্পাদক গোপীরঞ্জন অধিকারী প্রমুখ। এছাড়াও মনি মুখার্জীর মৃত্যুতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়েছে।
দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়: সাতক্ষীরা জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের জমি দাতা ও প্রাক্তন চেয়ারম্যান, হাজী কেয়ামউদ্দীন মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সদস্য, দেবীশহর এ্যাগ্রিকালচার এন্ড ফিস ফার্মিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর প্রাক্তন সভাপতি, নলতা শরীফ খানবাহদুর আহছান উল্লাহ (রহ:) এর বিশিষ্ট ভক্ত, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মুখার্জীর মৃত্যুতে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সকলেই শোকাহত।