কালিগঞ্জে অর্ধদিবস হরতালে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়া
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমীর মোসলেম উদ্দীনকে গ্রেফতারের প্রতিবাদে অর্ধদিবস হরতালে চকলেট বাজি বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকালে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের নলতার ঘোড়াপোতা এলাকায় গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে জামায়াত-শিবির কর্মীরা সড়ক অবরোধসহ বিক্ষোভ মিছিল করে। এসময় তারা পরপর ২৫ থেকে ৩০টি ভারতীয় চকলেট বাজি বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ও চকলেট বাজি নিক্ষেপ করে। এসময় পুলিশের সাথে জামায়াত শিবির-কর্মীদের প্রায় ৪০ মিনিট ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। হরতালের কারণে উপজেলার সব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। নাশকতা এড়াতে নলতায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আজম খাঁন জানান, সকালে জামায়াত-শিবিরের কর্মীরা নলতার ঘোড়াপোতা মোড়ে কয়েকটি যানবাহন ভাঙচুর করে। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা রাস্তায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।