দেবহাটায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণ
দেবহাটা প্রতিনিধি : গতকাল খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে ইউরিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ইউনিয়ন পর্যায়ের সমাপনী খেলা অনুষ্ঠিত হয়। সমাপনী খেলায় বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট একদিকে প্রতিদন্ধিতা করে সখিপুর দীঘিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় ও অন্য দিকে প্রতিদন্ধিতা করে উত্তর সখিপুর প্রাথমিক বিদ্যালয়। বঙ্গবন্ধু প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট খেলায় চ্যাম্পিয়ান ট্রফি অর্জন করে সখিপুর দীঘিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়। অপর দিকে বঙ্গমাতা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট খেলায় চ্যাম্পিয়ান ট্রফি অর্জন করে চিনেডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং রানার্স আপ ট্রফি গ্রহন করে ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়।
সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ময়নুদ্দীন (ময়না) খেলার উদ্বোধন করেণ দেবহাটা উপজেলার শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন খান বাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ মোঃ রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার, দেবহাটা, মোঃ আব্দুর রশীদ, মোঃ ওবায়দুল্লাহীল আসলাম, দেবহাটা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ খায়রুল আলম। উত্তর সখিপুর রেজি: প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এবং সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ আমজাদ হোসেন। সমগ্র অনুষ্টানটি পরিচালনা করেন সখিপুর দীঘিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও আইডিয়াল সমন্বয়কারী (নির্বাহী প্রধান) ডাঃ মোঃ নজরুল ইসলাম।