জেলার জনসংখ্যা ২০ লাখ ৬৩,৬১০ জন: পুরুষ ১০,২১,২২৭ জন ও মহিলা ১০,৪২,৩৮৩ জন
এম জিললুর রহমান : জেলার জনসংখ্যা এখন ২০ লাখ ৬৩ হাজার ৬১০ জন। এরমধ্যে পুরুষ ১০ লাখ ২১ হাজার ২২৭ জন এবং মহিলা ১০ লাখ ৪২ হাজার ৩৮৩ জন। পুরুষের চেয়ে জেলায় মহিলা জনসংখ্যা ২১ হাজার ১৫৬ জন বেশি। জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার দশমিক ৬২ ভাগ। গতকাল সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০১১ সালের ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত পরিচালিত আদম শুমারির পরিসংখ্যান অনুযায়ী এসব তথ্য প্রকাশ করা হয়। জেলার আদম শুমারির ফলাফল অবমুক্ত করেন জেলা প্রশাসক ড. মুহাঃ আনোয়ার হোসেন হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজস্ব শেখ হামিম হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আহমদ আলী, পৌর মেয়র এম এ জলিল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমুখ।
প্রকাশিত তথ্য অনুযায়ী ২০০১ সালে সাতক্ষীরা জেলার জনসংখ্যা ছিল ১৮ লাখ ৬৪ হাজার ৭০৪ জন। ২০১১ সালে তা বেড়ে দাঁড়ায় ১৯ লাখ ৮৫ হাজার ৯৫৯ জন। শহর এলাকায় জেলার বর্তমান জনসংখ্যা ১ লাখ ৪০ হাজার ৫৭২ জন। এছাড়াও অন্যান্য শহরে বসবাস করে আরও ৫৭ হাজার ৪৪ জন। গ্রামাঞ্চলে বসবাস করে ১৭ লাখ ৮৮ হাজার ৩৪৩ জন। জেলায় খানা (এক হাড়িতে যারা অন্য গ্রহণ করে) এর সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৮৯০। খানা প্রতি জনসংখ্যা ৪ দশমিক ২১। প্রকাশিত তথ্য অনুযায়ী জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি সদর উপজেলায় ১ দশমিক ১৫ ভাগ। অন্যদিকে সবচেয়ে কম বৃদ্ধির হার শ্যামনগর উপজেলায় দশমিক ১৪ ভাগ।
প্রকাশিত তথ্য অনুযায়ী আশাশুনি উপজেলায় বর্তমান জনসংখ্যা ২ লাখ ৬৮ হাজার ২৫৪ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৩৩ হাজার ৯৯০ জন ও মহিলা ১ লাখ ৩৪ হাজার ৭৬৪ জন। বৃদ্ধির হার দশমিক ৭৪ ভাগ।
দেবহাটা উপজেলার মোট জনসংখ্যা ১ লাখ ২৫ হাজার ৩৫৮ জন। এরমধ্যে পুরুষ ৬২ হাজার ৪২৯ জন ও মহিলা ৬২ হাজার ৯২৯ জন। বৃদ্ধির হার দশমিক ৯২ ভাগ।
কলারোয়া উপজেলায় বর্তমান জনসংখ্যা ২ লাখ ৩৭ হাজার ৯৯২ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ১৬ হাজার ৮১১ জন ও মহিলা ১ লাখ ২১ হাজার ১৮১ জন। বৃদ্ধির হার দশমিক ৭১ ভাগ।
কালিগঞ্জ উপজেলার বর্তমান জনসংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৮৮৯ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৩৬ হাজার ৮৯ জন ও মহিলা ১ লাখ ৩৮ হাজার ৮০০ জন। বৃদ্ধিার হার দশমিক ৬৯ ভাগ।
সাতক্ষীরা সদর উপজেলায় জনসংখ্যা এখন ৪ লাখ ৬০ হাজার ৮৯২ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৩০ হাজার ৬২৮ জন ও মহিলা ২ লাখ ৩০ হাজার ২৬৪ জন। বৃদ্ধির হার ১ দশমিক ১৫ ভাগ।
শ্যামনগর উপজেলার বর্তমান জনসংখ্যা ৩ লাখ ১৮ হাজার ২৫৪ জন। এরমধ্যে পরুষ ১ লাখ ৫৩ হাজার ৪৪১ জন ও মহিলা ১ লাখ ৬৪ হাজার ৮১৩ জন। বৃদ্ধির হার দশমিক ১৪ ভাগ।
তালা উপজেলার বর্তমান জনসংখ্যা ২ লাখ ৯৯ হাজার ৮২০ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৪৯ হাজার ৩৮৯ জন ও মহিলা ১ লাখ ৫০ হাজার ৪৩১ জন। বৃদ্ধির হার দশমিক ১৮ ভাগ।
উল্লেখ্য, গতকাল একযোগে দেশের ৬৪টি জেলার আদম শুমারির রিপোর্ট অবমুক্ত করেন রাষ্ট্রপতি মোঃ জিললুর রহমান। দেশের বর্তমান জনসংখ্যা ১৫ কোটি ২৫ লাখ ১৮ হাজার ১৫ জন। দেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৭ ভাগ। সেই হিসেবে সাতক্ষীরা জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমানে দশমিক ৬২ তে এসে দাড়িয়েছে। ২০০১ সালে জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১ দশমিক ৫৬ ভাগ।