পত্রদূত ডেস্ক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামীকাল ৮ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সমাবর্তনে সভাপতিত্ব করবেন। প্রখ্যাত বিজ্ঞানী ও শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম সমার্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। সমাবর্তন অনুষ্ঠান সফল করতে কুয়েটের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সমাবর্তন উপলক্ষে কুয়েটের প্রশাসনিক ভবনে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর এ সকল তথ্য জানান।
এবারের সমাবর্তনে দুই হাজার ৫৫৫ জনকে ডিগ্রি প্রদান করা হবে। এর মধ্যে দুই হাজার ৪৪১ জনকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, ৬৯ জনকে এমএসসি ইঞ্জিনিয়ারিং, ৩৯ জনকে এমফিল ও ছয়জনকে পিএইচডি ডিগ্রি সনদ প্রদান করা হবে। একই সাথে ¯œাতক পর্যায়ে ভাল ফলাফলের ভিত্তিতে ২৬ জন কৃতি গ্রাজুয়েটকে বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক দেয়া হবে।
সমাবর্তন সফল করতে ইতোমধ্যে ১৫টি উপকমিটি গঠন করে দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে। সমাবর্তন উপলক্ষে স্মরণিকা প্রকাশ করা হবে। সমাবর্তন শুরু হবে শনিবার সকাল ১০টায়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে কুয়েটের অধ্যাপক ফজলার রহমান, অধ্যাপক আশরাফুল গনি, অধ্যাপক এএনএম মিজানুর রহমান এবং অধ্যাপক কেরামত আলী মোল¬া উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কুয়েট ১৯৬৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীন খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে অনুমোদন পায়। এরপর ১৯৭৪ সালের ৩ জুন তিনটি বিভাগ ও ১২০ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করে। এরপর এটিকে ১৯৮৬ সালে বিআইটি এবং ২০০৩ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়। কুয়েটে বর্তমানে তিনটি অনুষদের অধীনে ১৫টি বিভাগ রয়েছে। এছাড়া ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনলজি নামে একটি ইনস্টিটিউট রয়েছে। বর্তমানে কুয়েটের শিক্ষার্থীর সংখ্যা তিন হাজার ৪৬০ জন। এর মধ্যে দুই হাজার ৮৪০ জন ¯œাতক এবং ৬২ জন ¯èাতকোত্তর পর্যায়ে। এখানে ১১টি বিভাগ হতে ¯œাতকোত্তর, নয়টি বিভাগ হতে ¯œাাতক ডিগ্রি প্রদান করা হয়। ইতোমধ্যে কুয়েট থেকে সর্বমোট ছয় হাজার ৫৪০ জন বিএসসি ইঞ্জিনিয়ারিং, ৮৮জন এমএসসি ইঞ্জিনিয়ারিং, ৪৩ জন এমফিল এবং সাত জন পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।