ক্যাপশন নিউজ: ছবিটি দেশে মনে হবে রাজধানী ঢাকার গাবতলী, গুলিস্তান বা সায়দাবাদ বাস টার্মিনাল।
তবে তা নয়। এটি সাতক্ষীরা শহরের প্রতিদিনকার চিত্র। বর্ষকালে খুড়াখুড়ির কারণে রাস্তার বেহলা দশা হয়েছে।
এতে করে বিভিন্ন যান বাহন বিকল হয়ে পড়ছে এবং যত্রতত্র পার্কিয়ের কারনে সাতক্ষীরা শহরের টার্মিনাল এলাকা থেকে শহরের বাঙ্গালের মোড় এলাকায় গুলোতে ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকা পড়তে হচ্ছে পথচারী, বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের। মঙ্গলবার ছবিটি শহরের ওয়াপদা মোড় এলাকা থেকে মোবাইলে ধারণ করছেন পত্রদূতের নিজস্ব প্রতিনিধি মো. আসাদুজ্জামান সরদার।