পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় সোমবার সন্ধ্যা ৭টায় বলফিল্ড মোড় এলাকা থেকে একটি প্লাটিনা নীল রঙ্গের মটর সাইকেল চুরি হয়েছে। যার নং সাতক্ষীরা-হ-১২১৭৭৭। সূত্রে জানা যায়, যুগিপুকুরিয়া গ্রামের গ্রাম ডাক্তার রফিকুল ইসলাম সন্ধ্যা ৭টায় বলফিল্ড মোড় বাস স্টান্ডের পাশে তালা দিয়ে রেখে পাশে বেড়াতে গেলে কিছুক্ষণ পর তার গাড়ি না পেয়ে ছোটা ছুটি করতে থাকে। এব্যাপারে পাটকেলঘাটা থানায় একটি জিডি করা হয় জিডি নং ৭৯৫, তাং ২০-৮-১৭। এর কিছু দিন আগে কাঠ ব্যবাসায়ী অহিদের একটি ডিসকভার মটর সাইকেল চুরি হয়। মটর সাইকেল চোর সিন্ডিকেটের সদস্যরা বেপরোয়া হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এব্যাপারে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্ল্যা জাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, অবিলম্বে এই চোর সিন্ডিকেট সদস্যদের গ্রেপ্তার করা হবে।
পাটকেলঘাটায় মটরসাইকেল চুরি
প্রকাশিত : August 22, 2017 ||
