বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে আহলে হাদীছ আন্দোলনের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া আহলে হাদীছ জামে মসজিদে হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, আহলে হাদীছ আন্দোলন উপজেলা সভাপতি আল. অধ্যাপক হাবিবুল্লাহ বাহার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বুধহাটা এলাকার সাধারণ সম্পাদক মাও. মিজানুর রহমান, প্রচার সম্পাদক লুৎফর ্রহমান নয়ন, মসজিদের ইমাম মাও. ফজলুর রহমান। সম্মেলনে জিএম হাবিবুর রহমানকে সভাপতি, মেজবাহ উদ্দিনকে সহ-সভাপতি, আল. জিএম আব্দুল কুদ্দুছকে সাধারণ সম্পাদক, সিরাজুল ইসলামকে অর্থ সম্পাদক, নাজিমুদ্দিনকে প্রচার সম্পাদক, রফিউদ্দিনকে সাহিত্য সম্পাদক, আব্দুস সালামকে সাংগঠনিক সম্পাদক, গোলাম উল্লাহকে সমাজকল্যাণ সম্পাদক, বরকাতুল্লাহকে দপ্তর সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আশাশুনির নওয়াপাড়া আহলে হাদীছ আন্দোলনের কমিটি গঠন
প্রকাশিত : নভেম্বর ১৯, ২০১৭ ||