উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: গতকাল ১৬ এপ্রিল শ্যামনগর উপজেলার সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে জিএম সাব্বির আহমদ প্রাপ্ত ভোট ১৭৩, শাহীদুল জামান প্রাপ্ত ভোট ১৫২, মো: আজিমুল হক প্রাপ্ত ভোট ১৪৯ এবং লটারীর মাধ্যমে বিজয়ী কেশব চন্দ্র ব্যপারী প্রাপ্ত ভোট ১৪২।
সংরক্ষিত মহিলা পদে নির্বাচিত হয়েছেন আঞ্জুয়ারা প্রাপ্ত ভোট–১৩৫। শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে দুলাল কৃষ্ণ মিস্ত্রী প্রাপ্ত ভোট–৮ এবং গোবিন্দ লাল রপ্তান প্রাপ্ত ভোট–৭। অপরদিকে শিক্ষক প্রতিনিধি (মহিলা) পদে নির্বাচিত হয়েছেন আরিফা এদিব চৌধুরী প্রাপ্ত ভোট–৮। উক্ত ভোট গ্রহণ অনুষ্ঠানে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জান।