নিশিকান্ত বন্দ্যোপাধ্যায়
সবুজ সকাল সবুজ বিকাল
সবুজ সকল গাঁ
সবুজ শ্যামন শাড়ির আঁচল
আমার সকল মা।
মা তো আমার জন্মভূমি
সবার চেয়ে দামি
এইখানেতে জন্ম নিয়ে
ধন্য হলাম আমি।
বাংলা আমার সবুজ সোনা
বাংলা আমার মান
বাংলা মাকে করতে সফল
ত্যাগ করিব প্রাণ।
এই সবুজের মতো সবুজ
আমার মায়ের হাসি
এই সবুজের মতো সবুজ
পিতার স্নেহের রাশি।
এই সবুজের সফলতায়
উছলে আমার প্রাণ
এই সবুজের গগণ জুড়ে
ছড়ায় সবুজ ঘ্রাণ।
সবুজ সবুজ সবুজ সোনা
এমন কোথাও আছে
ভালোবেসেই সবুজ আমার
থাকেই কাছে কাছে।