সাতক্ষীরায় আরএকে পেইন্টের আয়োজনে পেইন্টের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে ইউনিয়নের সভাপতি মো. জুম্মান আলী সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফারুকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, আরকে পেইন্টের জেলা প্রতিনিধি মো. শাহীন আলী, আরএকে পেইন্টের ডিলার ও মদীনা রংঘরের স্বত্তাধিকারী এবং পৌর কৃষকলীগের যুগ্ম আহবায়ক শাহ মো. আনারুল ইসলাম। এসময় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়নের সহ-সভাপতি আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ বাবুল আক্তার, প্রচার সম্পাদক রেজাউল হক, কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল হামিদ, রাজধানী হাডওয়ারের স্বত্ত্বাধিকারী টুটুল, আরএকে পেইন্টের শহর প্রতিনিধি এনাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
আরএকে পেইন্টের আয়োজনে পেইন্টের ওয়ার্কশপ
প্রকাশিত : August 18, 2018 ||
