শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক জনতা পত্রিকার শ্যামনগর প্রতিনিধি এম কামরুজ্জামান সাগরের পিতা জিএম আবু দাউদ হার্ড এ্যাটাক করে মৃত্যু বরন করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। বুধবার দুপুর দেড়টার দিকে নিজ বাসভবন উপজেলার কৈখালীতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়ছিল ৭০ বছর। স্ত্রী ৬ পুত্র ও ৯ কন্যাসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তার রূহের মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি শোক জ্ঞাপন ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আকবর কবীর, সাধারণ সম্পাদক জাহিদ সুমনসহ কর্তব্যরত সকল সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজার নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।