শ্যামনগর (সদর) প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জে নদীতে ব্যবহার নিষিদ্ধ জাল আটক করেছে আংটিহারা কোস্টগার্ড সদস্যরা। শনিবার দুপুর ১২টার দিকে জাল আটক করার সময় জেলেরা পালিয়ে যায়। আংটিহারা কোস্টগার্ড পেটি অফিসার মো. রুহুল আমিন বলেন, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় আড়পাঙ্গাশিয়া নদীতে অভিযান চালিয়ে পৌনে ২লাখ টাকা মূল্যের ৫ হাজার মিটার নিষিদ্ধ জাল আটক করে আগুনে বিনষ্ট করা হয়।
সুন্দরবনে নিষিদ্ধ জাল আটক
প্রকাশিত : March 17, 2019 ||
