শ্যামনগর (সদর) প্রতিনিধি: শ্যামনগরে হৃদরোগে আক্রান্ত হয়ে কালিগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আমজাদ হোসেন (৪৮) মারা গেছেন। তার বিপি নং- ৭৩৯২০০৬৬০৫। বৃহস্পতিবার সকাল ৭টার সময় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার রূপাদাহ গ্রামে মৃত মোতালেব মিয়ার ছেলে। ১৯৯২ সালে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে চাকরী জীবন শুরু করেন। মৃত্যুকালে ১ স্ত্রী ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পুলিশের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হবে কালিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এসএম আজিজুর রহমান জানান।
শ্যামনগরে হৃদরোগে পুলিশের উপ-পরিদর্শকের মৃত্যু
প্রকাশিত : June 28, 2019 ||
